মানুষের মূল লক্ষ্য কি?

মানুষের মূল লক্ষ্য কি?

মানুষ মানে অভাবনীয় কিছুর দ্বার উন্মোচন করা, মানুষ মানে’ই নতুন কিছু’কে স্পর্শ করতে যাওয়া। মানুষ মানে নতুন কিছুর প্রকাশ ঘটাতে যাওয়া, এবং অসম্ভবকে সম্ভবনাময় করে দেওয়া৷ মানুষ শুধুমাত্র প্রকৃতিতে’ই সীমাবদ্ধ থাকবে উহা মোটে’ই কাম্য নহে, মানুষের লক্ষ্য শুধুমাত্র ইবাদত করে স্বর্গে যাওয়া এবং শুধুমাত্র ঈশ্বরকে জানা পর্যন্ত’ই শেষ হওয়া উচিৎ নয়।

মানুষের লক্ষ্য হওয়া উচিৎ অনেক অনেক উচ্চতর কিছু একটার, আর সেটি কেবল মাত্র স্বর্গ পাওয়া বা ঈশ্বরকে জানা পর্যন্ত’ই সমাপ্তি নয়, এটি হওয়া উচিৎ ঈশ্বর স্বরূপরূপে রূপান্তরিত হয়ে ব্যাক্তি তাঁর নিয়ন্ত্রণকারী পর্যন্ত পৌঁছে যাওয়া, এবং অবশ্য’ই তাই করা উচিৎ। একজন মানুষ যখন তাঁর সমাজকে নিয়ন্ত্রণ করতে জানেন, তখন অবশ্য’ই তাকে বাহবা দেওয়া যেতে’ই পারে। কিন্তু একজন মানুষ যখন নিজ অভ্যন্তরীণ বিষয় সমূহের নিয়ন্ত্রণকারী হয়ে যান, তখন তাকে অবশ্য’ই মহান বলা উচিৎ।

একজন মানুষ যদি এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত খারাবি দূর করে দিতে পারেন, তখন তাকে অনেক বড় সাফল্য অর্জনকারী বলা যাতে পারে৷ কিন্তু একজন মানুষ যদি তাঁর ইন্দ্রিয়সমূহ এবং তাঁর রিপুসমূহকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে নিতে পারেন, তখন তাকে অবশ্য’ই মহা গৌরবময় শাসক বলা উচিৎ।

লেখা: বুদ্ধ মুহাম্মদ কৃষ্ণ

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel