ব্যাক্তিত্ব গঠনে সূরা হুজুরাত এর ১০ টি নির্দেশনা
চরিত্র ও ব্যাক্তিত্ব গঠনে পবিত্র কোরআনের উক্ত নির্দেশনা আপনাকে দারুন ভাবে প্রভাবিত করবে। (ইনশাআল্লাহ)
- উপহাস করো না। [আয়াত-১১]
- দোষারোপ করো না। [আয়াত-১১]
- মন্দ নামে ডেকো না। [আয়াত-১১]
- পশ্চাতে নিন্দা করো না। [আয়াত-১২]
- সন্দেহ করা থেকে বিরত থাকো। [আয়াত-১৫]
- ধারনা করা থেকে বিরত থাকো। [আয়াত-১২]
- ছিদ্রান্বেষন করো না। [আয়াত-১২]
- ফাসিকের সংবাদ যাচাই ব্যাতিরেকে বিশ্বাস করো না। [আয়াত-৬]
- বিবাদমান দুটি পক্ষের ঝামেলা ন্যায়পন্থায় মীমাংসা করবে। [আয়াত-৯]
- সর্বাবস্থায় ইনসাফ করবে। [আয়াত-৮]