কোথায় গিয়ে তুমি ঈশ্বরের আরাধনা করবে?

কোথায় গিয়ে তুমি ঈশ্বরের আরাধনা করবে?

কোথায় গিয়ে তুমি ঈশ্বরের আরাধনা করবে? কোথায় তোমার ঈশ্বর? মূলত ঈশ্বরের উপাসনা করার জন্য বিশেষ কোনো ঘর (মসজিদ, মন্দির, মঠ, গির্জা) নেই। কারণ এই সমগ্র প্রকৃতি’ই ঈশ্বরের অস্তিত্ব এবং এই সমগ্র প্রকৃতিতে’ই তাঁর উপাসনা এবং ইহা তাঁর স্বরূপ এতে কোনো সন্দেহ নেই৷ যেখানে জীব-জীবন আছে, সেখানে’ই জড়তা আছে, আর যেখানে জড়তা আছে, সেখানে’ই মুক্তির দ্বার উপস্থিত আছেন, আর সেই মুক্তির দ্বার দিয়ে মুক্তিতে প্রবেশ করে মুক্তি নেয়াই ঈশ্বর ও তাঁর স্বরূপে রূপান্তরিত হওয়া।

এটা সেই মুক্তি, যেই মুক্তির দ্বারা তুমি এই ভূমন্ডলের উপর প্রাধান্য বিস্তার ঘটাতে পারবে, তুমি যত বেশি প্রকৃতিতে প্রবেশ করে প্রকৃতিকে বশ করতে পারবে তুমি তত’ই শক্তিসম্পন্ন হইবে। আর ঈশ্বর সর্বদা’ই প্রকৃতির উপর স্বরূপের অবস্থা করেন। কারণ ঈশ্বরের প্রকাশে’ই এ জগৎ প্রকৃতির প্রকাশ পাচ্ছে। তুমি ঈশ্বরের স্বরূপ প্রকাশ বুঝতে পারলে ঈশ্বরকে তাঁর প্রকাশে’ই উপস্থিত পাইবে৷

লেখা: বুদ্ধ মুহাম্মদ কৃষ্ণ

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel