হোমপেজ ইলমে মারেফত হাকিকতে মসজিদ ও আল্লাহর ঘর।

হাকিকতে মসজিদ ও আল্লাহর ঘর।

হাকিকতে মসজিদ ও আল্লাহর ঘর।

মসজিদ, রওজা ও মাজার এক ও অভিন্ন। সিজদা শব্দ হইতেই মসজিদ শব্দের উৎপত্তি। সিজদার স্থানকে বলা হয় মসজিদ। যেই স্থানে অথবা যে নিশানায় অথবা যে চিহ্নে আল্লাহর জন্য সিজদা করা হয় সেই স্থান তথা সেই নিশানা তথা সেই চিহ্ন কে বলা হয় মসজিদ।

সুতরাং মসজিদ হলো আল্লাহর ঘর। অথবা আল্লাহর মনোনিত ঘরকে বলা হয় মসজিদ।

এই মসজিদ দুই প্রকার যথাঃ-
(১) মেজাজি মসজিদ।
(২) হাকিকি মসজিদ।

মেজাজি মসজিদঃ
মেজাজি মসজিদ কয়েক প্রকার যথাঃ-
মসজিদে যেরার, হাদিসের মসজিদ, প্রজ্ঞার মসজিদ,
বাইতুল্লাহ, মসজিদে আকসা, মসজিদে নববী, মসজিদুল হারাম।

হাকিকি মসজিদঃ
একটি খান্নাসমুক্ত সত্তাই হলো আল্লাহর হাকিকি মসজিদ, অথবা একজন জাগ্রত রূহের অধিকারীকে বলা হয় আল্লাহর মসজিদ। আল্লাহর নবী, রসুল, অলি, আউলিয়া, আরেফ, আবদাল, গাউস, কুতুব ও দরবেশগণই হলো আল্লাহর মনোনিত মসজিদ।

মুমিনের কলবই আল্লাহর আরশ। কারণ, মুমিনগণই আল্লাহর আরশকে ধারণ করে থাকেন। (সুরা মুমিন ৪০ঃ০৭ নং আয়াত দ্রঃ)।

সকল মুমিনদের আমির আমিরুল মুমিনুল মাওলা আলী (আঃ) এবং সকল নবীদের কেবলা ইমাম হযরত মুহাম্মদ (সাঃ)। সকল কাবারও কাবাও হযরত মুহাম্মদ (সাঃ)।

—আর এফ রাসেল আহমেদ।