![সুরেশ্বর দরবার শরীফ](https://sufibad24.com/wp-content/uploads/2023/03/সুরেশ্বর-দরবার-শরীফ-640x347.png)
হযরত সুরেশ্বরী (রহঃ) এর খলিফাগণ
হযরত সুরেশ্বরী (রাঃ) ক্বিবলা কা’বার সাহচর্যে আসিয়া যাহারা বায়াত গ্রহণ করিয়াছেন এবং বিশিষ্ট মুরিদ ও খলিফা হিসেবে স্বীকৃতি পেয়েছেন তাহাদের নাম নিম্নে তুলে ধরা হলো:-
- হযরত শাহ্ সূফী মেন্দি মিয়া (রাঃ) : (চাটখিল পাক দরবার শরীফ)
- হযরত শাহ্ সূফী আসলাম ভূঁইয়া (রাঃ) : (পশ্চিম লক্ষিপুর পাক দরবার শরীফ)
- হযরত শাহ্ সূফী মকরুম আলী দরবেশ (রাঃ) : (শায়েস্তানগর পাক দরবার শরীফ)
- হযরত মাওলানা আব্দুল জব্বার চৌধুরী (রাঃ) : (জয় পাড়া পাক দরবার শরীফ)
- হযরত শাহ্ সূফী সাইয়েদ মাওলানা আব্দুর জব্বার খাঁন মজলিস (রাঃ) : (কাটাখালী পাক দরবার শরীফ)
- হযরত মাওলানা শাহ্ সূফী ইসমাইল শাহ্ (রাঃ)
- হযরত শাহ্ সূফী ইয়ার উদ্দিন খলিফা (রাঃ) : (মির্জাগঞ্জ পাক দরবার শরীফ)
- হযরত শাহ্ সূফী মাওলানা ফরখ উদ্দিন (রাঃ) : (কোনাপাড়া পাক দরবার শরীফ)
- হযরত শাহ্ সূফী সাদির ফকির (রাঃ) : (ঝাউগড়ার চর পাক দরবার শরীফ)
- হযরত শাহ্ সূফী নূরী মোহাম্মদ মগবুল আহম্মদ মুন্সী (রাঃ) : (রামার বাড়ি পাক দরবার শরীফ)
- হযরত মাওলানা শাহ্ সূফী সাইয়েদ অছিম উদ্দিন (রাঃ) : (মেঘুলা পাক দরবার শরীফ)
- হযরত শাহ্ সূফী করিম চান পেয়াদা (রাঃ) : (নিতিরা পাক দরবার শরীফ)
- হযরত শাহ্ সূফী মৌলুভী আব্দুল ওয়াহেদ শাহ্ (রাঃ) : (টঙ্গি পাক দরবার শরীফ)
- হযরত শাহ্ সূফী আব্দুল মজিদ মুন্সি (রাঃ) : (সোমপাড়া পাক দরবার শরীফ)
- হযরত শাহ্ সূফী সাইয়েদ মুন্দি সরদার (রাঃ) : (উত্তর গাও পাক দরবার শরীফ)
- হযরত শাহ্ সূফী ইউসুফ ফকির (রাঃ) : (নরকলিকাতা পাক দরবার শরীফ)
- হযরত শাহ্ সূফী আব্দুল্লা মুন্সী (রাঃ) : (শিবপুর পাক দরবার শরীফ)
- হযরত মাওলানা শাহ্ সূফী আমির উদ্দিন মুন্সি (রাঃ) : (উত্তর গাও আমিরিয়া পাক দরবার শরীফ)
- হযরত মাওলানা শাহ্ সূফী মফিজ উদ্দিন আকন (রাঃ) : (খাসমহেশ পুর পাক দরবার শরীফ)
- হযরত শাহ্ সূফী আব্দুর রাজ্জাক ওরফে কালা শাহ্ (রাঃ) : (দাইপুর পাক দরবার শরীফ)
- হযরত শাহ্ সূফী গণি মুন্সী (রাঃ) : (কুসুমপুর পাক দরবার শরীফ)
- হযরত শাহ্ সূফী ইউসুফ আলী দরবেশ (রাঃ) : (শম্ভুকাঠি পাক দরবার শরীফ)
- হযরত শাহ্ সূফী বশির শাহ্ (রাঃ) : (গোয়ালপাড়া পাক দরবার শরীফ)
- হযরত শাহ্ সূফী সিরাজুল হক নূরী (রাঃ) : (নিতিরা সিরাজিয়া পাক দরবার শরীফ)
- হযরত শাহ্ আব্দুল মাস্তান (রাঃ) : (নারিশা পাক দরবার শরীফ)
- হযরত শাহ্ সূফী সাইয়েদ করিম শাহ্ মস্তান (রাঃ) : (চাঁনখারপুল পাক দরবার শরীফ)
- হযরত চাঁন শাহ্ মাস্তান (রাঃ) : (সিং পাড়া পাক দরবার শরীফ)
- হযরত শাহ্ রব্বানী শাহ্ (রাঃ)
তথ্যসুত্র: সুরেশ্বর দরগাহ ওআরজি