ফতেহ আলী ওয়াইসী (রহ:)-এর গুরুপ্রেমের কিছু কালাম।
ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক ও ফার্সি কবি, রসুলে নোমা, শাহ সুফি সৈয়দ মাওলানা ফতেহ আলী ওয়াইসী আঃ এর দেওয়ানে ওয়াইসী হতে গুরুপ্রেমের তথা হুব্বে রসুলের কিছু কালামের অংশবিশেষ তুলে ধরছি।
ওয়াইসীকের ৩৫ জন খলিফার মধ্যে ৩ জন খলিফার প্রভাব বাংলাদেশে বেশি।
- শাহ সুফি মাওলানা আহমেদ আলী ওরফে জানশরীফ শাহ সুরেশ্বরী আঃ
- শাহ সুফি সৈয়দ মাওলানা আবুবকর সিদ্দিক ফুরফুরী রহ:
- শাহ সুফি সৈয়দ মাওলানা ওয়াজেদ আলী শাহ রহঃ
ফতেহ আলী ওয়াইসী (রহ:)-এর কালাম সমূহ
১ঃ ইয়া মুহাম্মদ সাঃ, তুমি আমার কেবলা,তুমি ভিন্ন অপর দিকে আমি চাই না। তুমি আমার প্রজ্বলিত মুক্তা, মতি লইয়া আমি কি করিব। (২১ নং কালাম: দেওয়ানে ওয়াইসী)
২ঃ তুমি ছাড়া আমার আর কোনো সাহায্যকারী নাই, তুমি ছাড়া আমার আর কোনো প্রেমাস্পদ নাই। (২২ নং কালাম: দেওয়ানে ওয়াইসী)
৩ঃ তুমিই আমার কেবলা, তুমিই আমার আশ্রয়স্থল, আমরা তোমার নিকট সাহায্য প্রার্থী। (২২ নং কালাম: দেওয়ানে ওয়াইসী)
৪ঃ তোমার চেহারার ধ্যান মগ্ন আছে যুবক ও বৃদ্ধ, বৃদ্ধ ও যুবকের বুদ্ধি তোমার ধ্যানে মগ্ন আছে। (২৩ নং কালাম: দেওয়ানে ওয়াইসী)
৫ঃ লোকে পীর ধরে ও বলে আমার পীরই সঠিক, পথের দিশারী ছাড়া পথ চলাই আমাদের ভাগ্য, প্রত্যেকের জন্য মুর্শিদ আছে, প্রত্যেক হাতে ধরিবার জন্য ধামান আছে। আমার হাতের জন্য আহমদের (স:) ধামানই যথেষ্ট। (২৬ নং কালাম: দেওয়ানে ওয়াইসী)
৬ঃ হে ওয়াইসী উঠ ও হুজুরের নিকট আশ্রয় প্রার্থনা কর, তাঁহার দরবারের মাটিতে মাথা অবনত কর। (২৭ নং কালাম: দেওয়ানে ওয়াইসী)
৭ঃ আহমদের পায়ে মাথা রাখ, হাত দিয়া তাহার আচল ধর, তাহার দরগাহ বাদ দিয়া দ্বারে দ্বারে যাচতা করিয়া ফিরিয়াছিলে। (২৮ নং কালাম: দেওয়ানে ওয়াইসী)
৮ঃ ইয়া মুহাম্মদ সাঃ, খোদা তোমার নিকট চাই, খোদা তোমার নিকট প্রার্থনা করি, খোদা তোমার নিকট আশা করি। তোমার প্রেমে যেন মৃত্যু হয়, তোমার এবাদতে রত থাকি, তোমার ধ্যানে মগ্ন থাকি, তোমার পদপ্রার্থী।
(৩১ নং কালাম: দেওয়ানে ওয়াইসী)
৯ঃ আস হে স্বাদের বৃক্ষ, আস হে উপকারী, আস হে আমার হৃদয়ের প্রশান্তি, আস হে অতুলনীয় মুক্তা। আমার প্রাণ তোমার জন্য কুরবানি করে দিয়েছি, আমার মাথা তোমার কদমে রেখে দিয়েছি, আমি শুধু তোমার চেহারার ধ্যান করি, যেন তোমার পথে চলি। তুমি বিস্ময়কর দয়ালু, বিস্ময়কর অনুগ্রহকারী, বিস্ময়কর উপকারী, বিস্ময়কর ভয় প্রদর্শনকারী। (দেওয়ানে ওয়াইসী: ৩১ নং কালাম)
১০ঃ যদিও মানব চক্ষুর নিকট তুমি মানুষের ন্যায়, কিন্তু প্রকৃতপক্ষে তুমি রুহুল্লাহ। (৩৪ নং কালাম: দেওয়ানে ওয়াইসী)
১১ঃ তোমার সুন্দর চেহারা আল্লাহর আয়না স্বরূপ। চন্দ্র হউক বা সূর্যই হোক প্রতি সকালে দেখিতে পাই। (৪২ নং কালাম: দেওয়ানে ওয়াইসী)
১২ঃ আল্লাহর দয়ায় তোমার প্রকাশ হইয়াছে, খোদার জাত নূর হইতে তোমার বাশার রূপে জন্ম হইয়াছে। তুমি পরিপূর্ণ মানব ও খোদার মনোনীত, তুমি সৃষ্টির অতুলনীয় ও স্বাধীন সত্তা বিশিষ্ট। (৪৬ নং কালাম: দেওয়ানে ওয়াইসী)।
১৩ঃ রাজার দরবারে বসিতে পাওয়াকে আমি সৌভাগ্য বলিয়া মনে করি না, তোমার দরজার ফকিরদের সঙ্গে বসিতে পাওয়াই পরম সৌভাগ্য। সকল দরজা হতে মুখ ফিরিয়েছি , তোমারই ধ্যানে মগ্ন হয়েছি। তুমিই আমার ঈমান, তুমিই আমার দ্বীন-ধর্ম, তুমিই আমার পরিচয়। (দেওয়ানে ওয়াইসী: ৪৭ নং কালাম)
১৪ঃ তোমার চেহারার ধ্যান ব্যতীত আমার হৃদয়ে আর অন্য কারোর জায়গা নাই, তোমার ব্যথা আমার হৃদয়ের স্থান অধিকার করিয়াছে। (৫৩ নং কালাম: দেওয়ানে ওয়াইসী)।
১৫ঃ “ইয়া মুহাম্মদ সাঃ” মুমিনগণের কেবলা কাবা, কাফেরগণের কেবলা মন্দির, আমার কেবলা তোমার পায়ের তলায়। সকাল সন্ধায় মনে প্রাণে এই রহমত ভিক্ষা চাই, যতদিন দেহে প্রাণ থাকে, ততদিন তোমার ধ্যানে পাগল হয়ে থাকি। দুজাহান একটি অসীম সমুদ্রের ন্যায়, তাহার মাঝে মুহাম্মদ সাঃ একটি অমূল্য মারজান। (৬৫ নং কালাম: দেওয়ানে ওয়াইসী)
১৬ঃ “রসুলে নোমা ফতেহ আলী ওয়াইসী বলেন” আমি সেই ব্যক্তি মুহাম্মদ সাঃ রহমতে যাহার পা প্রথম ও সর্বোচ্চ মাকামে স্থান পাইয়াছে। (৬৭ নং কালাম: দেওয়ানে ওয়াইসী)।
১৭ঃ তিনি আহম্মদ রাসুল যাহার দরগাহ পৃথিবীর সকলের জন্য আশ্রয়স্থল ও কেবলা। তিনি আহম্মদ রাসুল যাহার রওজায় পাক পবিত্র জীন সকল বাস করে। অনুগত চাকরের মতো বাদশাও তাঁহার দরজায় দাঁড়াইয়া থাকে। তোমার মতো হাজার হাজার লোক সেখানে দাঁড়াইয়া থাকে, থাকিয়াই প্রাণসঞ্জীবনী(রূহ) শক্তি সঞ্চার করে। (৭৫ নং কালাম: দেওয়ানে ওয়াইসী)
১৮ঃ তোমার দরজার মাটিতে মাথা রাখিলে সরদারগণের বুজর্গী ও ইজ্জত বর্ধিত হয়। ওয়াইসীর দেওয়ান পাঠ কর, তাহার পাঠের চেয়ে মাধুর্য বেশি। (৭৫ নং কালাম: দেওয়ানে ওয়াইসী)
১৯ঃ আমার বিদ্যা বুদ্ধির প্রখতার প্রতিভা সব লোপ পাইয়াছে, আমার সহ্যশক্তি ও সহনশীলতা সব চলিয়া গিয়াছে। এরপর আমার পূজার স্থান বন্ধুর সৌন্দর্য। তারপর প্রেয়সীর চেহারা আমার হইতেছে কাবা। (৮৭ নং কালাম: দেওয়ানে ওয়াইসী)
২০ঃ তাঁহার (মুহাম্মদ সাঃ) প্রশংসা কর সকাল ও সন্ধায়, তাঁহার গুণগান করো রাতে ও ভোরে। আমরা সব রোগী ও তিনি রোগের ঔষধ, আমরা মন্দ পথে চলি তাহার প্রেম পরিপূর্ণতা আনিয়া দেয়। আমি দু:খী আমার প্রতি রহমতের নজর দাও, আমি গরীব আমার প্রতি করুনা কর। আমার হৃদয় জ্বলিয়া যাইতেছে তোমাকে দেখিবার প্রবল আকাঙ্ক্ষায়। হে আশেকদের মহারাজ একবার দর্শন দাও। (৮৭ নং কালাম: দেওয়ানে ওয়াইসী)
২১ঃ তোমার মন আর কত দিন মূর্তি পূজা করিবে। তোমার সুন্দর চেহারা কেবলার দিকে চাহিয়া থাকে। মন পবিত্র রাখ ও সুফির মত চল। পরিষ্কার থাক সঠিক পথ সুফিদের মত। নফস বন্দি হইয়াছে লোভ আর ইন্দ্রিয়ের আবেষ্টনীর দ্বারা, ভেদের দরজা কিভাবে নফসের মধ্যে খুলিবে। (৮৮ নং কালাম: দেওয়ানে ওয়াইসী)।
- সূত্র: দেওয়ানে ওয়াইসী: শাহ সুফি ফতেহ আলী শাহ ওয়াইসী (রহ.)
- নিবেদক: আর এফ রাসেল আহমেদ।
- ফতেহ আলী ওয়াইসী (রহ.)-এর উল্লেখযোগ্য ৩৫জন খলিফার নাম
- হযরত শাহসূফী ফতেহ আলী ওয়াসী (রাঃ) সাহেবের ১টি কারামত