আল্লাহ মানা সহজ কিন্তু পীর মানা কঠিন।

আল্লাহ মানা সহজ কিন্তু পীর মানা কঠিন।

হজরত ঈসা (আ.) বলেছেন যে, যাহারা আমাকে না মানিয়া বলে আল্লাহকে মানি তাহারা মিথ্যুক। কোরানে অন্যভাবে বলা হয়েছে যে আল্লাহ বলেছেন- “যারা আমাকে ভালবাসতে চায় তারা যেন আমার হাবিবকে ভালবাসে।”

একটু লক্ষ্য করুন। ভয় এবং সুন্নতের কথা না বলে ভালবাসার কথাটি বলা হয়েছে। আরবি ভাষায় ভালোবাসাকে “হুব্বুন” বলা হয়।

বাগদাদের এক বিখ্যাত ওলি হযরত বাশরে হাফি তার মুরিদরকে বলছেন যে- “আল্লাহ মানা সহজ, কিন্তু পীর মানা কঠিন।” কথাগুলো বর্ণে-বর্ণে অপ্রিয় সত্য কথা। যেমন অখাদ্য-কুখাদ্য খেয়ে, মাদক দ্রব্য সেবন করে এবং ধূমপান করে কুসফুসের পচন ধরে গেলেও আল্লাহ কখনও বলবেন না, এইসব মাদকদ্রব্য ও অখাদ্য-কুখাদ্য এবং ধূমপান হতে বিরত থাকো। এমনকি কুসফুস পচে গিয়ে মৃত্যুশয্যায় শায়িত হলেও আল্লাহ মানা করবেন না। এইসব অখাদ্য-কুখাদ্য এবং মাদকদ্রব্য সেবন করা হতে বিরত থাকতে তথা মানা করলে পীরেই মানা করবেন।

সুতরাং এখানে দেখা গেল যে, সত্যিই “আল্লাহ মানা খুবই সহজ, কিন্তু পীর মানা খুবই কঠিন।

—নিবেদকঃ আত্মতত্ত্ব (ফেসবুক গ্রুপ)

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel