মনের দামে (দয়াল গীতি)
আমি বিকাইয়াছি মনের দামে
অর্থের কি আছে প্রয়োজন ,
বান্ধব এই ভবেতে দয়াল বিনে
কে আছে আপন জনা ৷
ভবের হাটে কত মানুষ
করছে বেচা কেনা,
তা দেখিয়া যায় কি রে ভাই
আসল রুপ তাঁর চেনা ৷
এই দেহের মাঝে আলেক মানুষ
কোন সাধনে যায় চিনা ৷
দ্বিন বন্ধুর দয়ায় রে ভাই
যায় অধর মানুষ জানা,
সেলিম তোমার হলোনা হুস
কেন গুরু মুর্সিদ চিন না ।
দয়াল সেন্টু শার চরণ বিনা
মিটেনা মিটেনা বাসনা ৷
লেখা: ফকির সেলিম কাদেরী