আয় কে যাবি মুর্শিদের আঙিনায় (আধ্যাত্মিক কালাম)
আয় কে যাবি মুর্শিদের আঙিনায়
– সেখ আমিরউদ্দিন
ও তোর গোনার দিন ফুরিয়ে যায়
আই কে যাবি মুর্শিদের আঙিনায়।।
কাম, ক্রোধ, লোভ, লালস
ছয় রিপুতে করেছে বশ
কাম নদীতে ঢেউ খেলিছে
ওরে মন কানায় কানায় ।।
তার চতুর্দিকেতে বেড়া
মায়া নদী মায়ায় ঘেরা
কুমির করে ঘোরা ফেরা
জ্যান্ত মানুষ দেখলেই খায়।।
মুর্শিদের নাম জপিলে
নদীতে রতন মিলে
ভেদ না জেনে ডুব দিলে
সে গভীরে তলিয়ে যায়।।
আমিরউদ্দিন বলেরে মন
রেখো আপন মুর্শিদকে স্মরণ
মুর্শিদেরই কৃপা বিনে
পার কী আর হওয়া যায়?