হোমপেজ আধ্যাত্বিক গান ও কালাম (লিরিক্স) ও মন রে তুমি চিনতে কর ভুল (আধ্যাত্মিক কালাম)

ও মন রে তুমি চিনতে কর ভুল (আধ্যাত্মিক কালাম)

ও মন রে তুমি চিনতে কর ভুল (আধ্যাত্মিক কালাম)

ও মন রে তুমি চিনতে কর ভুল-
নগর শরিফ ফুটিয়াছে-
গাজী নামের ফুল (ঐ),
ও মন রে…মানুষ হয়ে মানুষ ধর-
অমানুষের সঙ্গ ছাড়।

বাতাইয়া দিবে তোমায়
নগরী প্রেমের মূল (ঐ),
ও মন রে…
ছয় রিপুর সাথে যুদ্ধ করি,
সাজ করে লও দেহ তরি-
রাখ তারে বন্দি করি।

হালাল গাজা মূল (ঐ)
ওমন রে… আত্ত সাধনা করে
সাধকের প্রেম সাগরে
মিত্যু নাই তার চির ভুবনে,
পাক কালামে কয়।

ওমন রে…
কাঙ্গাল মমতাজ কয় ভাবীয়া-
হলনা হুস না বুঝিযা,
গঙ্গা নগর সোনার মানুষ-
গাজী মাওলানা (ঐ)

নিবেদক: মমতাজ উদ্দিন ভান্ডারী
[ চৌদ্দ গ্রাম, জামুকরা, রায়হান শাহ (র:) দরবার। ]