হোমপেজ আধ্যাত্বিক গান ও কালাম (লিরিক্স) প্রেমের মেলা (দয়াল গীতি)

প্রেমের মেলা (দয়াল গীতি)

প্রেমের মেলা (দয়াল গীতি)

দয়াল মিলাইছে প্রেমের খেলা
তার কাছে যাও খোলা মেলা,
কইরনা তারে অবহেলা
তোমার ঘুচবে ভবো জ্বালা৷

যে দিন আমি প্রথম গেলাম
জানিনা কি রেখে এলাম,
মন যে আমার ঘরেতে বসেনা
সেথায় হয় মানুষের-ই মেলা ৷

প্রেমের খেলা খেলবি যদি
রবের নামটি যপ নিরবধি,
লইও দয়ালের চরন ধুলি
দেখো প্রেম তরঙ্গের খেলা ৷

আল্লাহ নবি দেখবে যদি
নয়নে লাগাও গুরুর ছবি,
ঐ রুপেতে মজিয়া দেখ
পরাইব গলে প্রেমের মালা ৷

তাই ভাবিয়া কয় সেলিমে
কি হবে সেন্টু চাঁদ বিনে,
ছার মন বিষয় আর বাসনা
জনম গেল আমার অবহেলা৷

লেখা: ফকির সেলিম কাদেরী

ভাব তরঙ্গ- দয়াল গীতি (সব পর্ব)