আশেকের ঈদ (মুর্শিদ গীতি)

আশেকের ঈদ (মুর্শিদ গীতি)

আশেকের ঈদ
– সেখ আমিরউদ্দিন

বড় আশা ছিল মনে
বাঁধিবো ঘর দয়ালের সনে
আশা বুঝি গেলো বৃথায়
দয়াল বিনে আমার কেহ নাই।।

যার লাগি কাঁদে পরাণ
সে কি বুঝেনা ঘ্রাণ
লুটিয়েছি জাত, কূল,মান
তাঁহারই আশায়।।

যার কারনে আজ বিরাগী
সে তো হলোনা সঙ্গী
বুঝি এই হয় প্রেমের ভঙ্গি
প্রেম সবাইকেই কাঁদায়।।

আজব খেয়াল আসে মনে
বসেছি দয়ালের সনে
পাইনা দেখা পরক্ষণে
মনের ভ্রম বোধহয়।।

যে দিকে তাকায় তুমি দয়াল
তোমার আশায় আমি কাঙাল
একবার আসি দেখে যাও হাল
লাগে যদি মায়ায়।।

ওগো আমার দয়াল মুর্শিদ
তুমি বিনে হবেনা ঈদ
আমির উদ্দিন হবে শহীদ
যদি না তোমায় পায়।।

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel