খেলিছে খেলা আল্লাহ, মুহাম্মদী নকশা ধরে (আধ্যাত্মিক কালাম)
খেলিছে খেলা আল্লাহ, মুহাম্মদী নকশা ধরে।
– সেখ আমির উদ্দিন
খেলিছে খেলা আল্লাহ
মুহাম্মদী নকশা ধরে।।
বারো বারো চব্বিশ হরফ হয়
তাতে একটিও নুকতা নাই
নুকতা বিহীন কলমা খাড়া
করেছেন সাঁই পরওয়ারে।।
চার একিনে রয় কলমা
মুহাম্মদ রাসূল হলো শেষ তকমা
মিলবে নাকো কোনোই সুফল
বিনা তাহক্বীক এ পড়িলে।।
কলমা জীবনভর পড়িল মানুষ
তবুও আসিলনা তাহার হুঁশ
ধরিয়া খাঁটি মানুষ
ভেদ লও জেনে দামন ধরে।।
কলমা না জেনে পড়িলে
হবেনা খোদার দিদার চিরকালে
পড়িবে সে গ্যাঁড়াকলে
আমির উদ্দিন কই এ সংসারে।।