হোমপেজ আধ্যাত্মিক কবিতা কবিতা: হাতকড়া

কবিতা: হাতকড়া

কবিতা: হাতকড়া

হাতকড়া
_অয়ন সাঈদ

কিমিয়াগার পাথর হলে কষ্টি পাথর সুরতহাল
সে সমস্ত খনি যার স্পর্শে সোনা হয়ে গেলো

তিন শাবানের পর ফিতরুশকে দেখে নাও
যে বাক্যে খেয়েছে ধরা পতোনোন্মুখ অভিশাপ
আজ হতে তাই ইসমে আজম, রহমতে জুল জালাল
আজ হতে তাই প্রশংসা পত্র জারি!

দ্যোতনা, পেয়েছে লয়; ফিতরুশ বললেন
কে আছে আমার মতো আমিই সেরা
কেননা মাওলার দোলনা মোবারক স্পর্শে
আমার মতো খুলেছে কার হাতকড়া?