
হুজ্জাতুল আউলিয়া খাজা বাহাউদ্দীন নক্শবন্দী (আধ্যাত্মিক কবিতা)
হুজ্জাতুল আউলিয়া খাজা বাহাউদ্দিন নকশবন্দী
-মুহাম্মদ নাসেরউদ্দিন আব্বাসী
নকশবন্দিয়া তরিকার প্রতিষ্ঠাতা
হজরত খাজা সৈয়দ বাহাউদ্দিন ,
উজবেকিস্তান বোখারা কসবায় জন্ম
তরিকতের পন্থীগণ মুজাহিদিন।
পিতা মুঃ ইবনে মোহাম্মাদুল বোখারী
পিতামহ সৈয়দ বাহাউদ্দিন,
ইমাম সৈয়দ হোসাইনের বংশধর
আরাকানে মক্তবে থাকতো রাতদিন।
উস্তাদ আমীর কুলাল সামসুদ্দিন
হাদিসের শাস্ত্র চর্চায় মনোনিবেশ,
কুরআন তাফসির তরজমা তালিম
হাক্বানী আলেমে ছিলেন ভাবাবেশ।
সুফি মুহাম্মদ সাম্মাসী যে দীক্ষাগুরু
আধ্যাত্মিক সাধনায় ছিলো বরাবর,
নকশবন্দিয়া সিলসিলার ইমাম
কুসবি-ই-আরাকানে আছে যে কবর।