আমার হৃদয়টি অন্য কোথাও হতে আগত (মাওলানা রুমি)
সারাদিনমান আমি এই নিয়ে ভাবি,
তারপর রাতে আমি তা বলি।
আমি কোথা হতে আগত?
আর আমার লক্ষ্যটি তাহলে কি?
আমার নেই কোন ধারনা।।
আমার আত্মাটি অন্য কোথা হতে আগত,
আমি তাতে নিশ্চিত।।
এবং আমি স্থির করেছি যে
আমি সেথায় যাবো।।
এ মাতালপনাটির পারম্ভ দূরের
অন্য কোন একটি পান্থশালায়।
আমি যখন আবার
সেই স্থানটিতে ফিরে যাবো,
আমি তখন হবো একেবারেই শান্ত।।
সেই বেলা পর্যন্ত আমি যেন
ভিন্ন কোন মহাদেশ থেকে
আগত একটি পাখি।
বসে আছি বন্দি
আমি খাঁচার ভিতর।।
সেই দিনটি আসছে,
যেদিন আমি উড়ে যাবো
কিন্তু আমার কানে এখন
সে কে কথা বলছে?
কে তাহলে আমার কথাগুলো শুনছে?
কে সে আমার কথাগুলো
যেন আমার মুখদিয়ে বলছে।
কে তবে আমার
চোখ দিয়ে বাহিরে দেখছে?
আমার সত্যটি তাহলে কি?
আমি বিরতিহীন
আমায় প্রশ্ন করে চলেছি।
আমি যদি এক চুমুক ও
সে উত্তরটির স্বাদ নিতে পারতাম,
আমি ভেঙে বেরিয়ে যেতাম
মাতালদের এ কারাগার থেকে।।
আমি তো স্ব-ইচ্ছায় এখানে আসিনি!
আবার নিজ ইচ্ছায় এ ধরা হতে
বিদায় ও নিতে পারিনা।।
যে আমাকে এখানে নিয়ে এসেছে,
তাকেই আমায় নিয়ে যেতে হব,
আমার সেই অদৃষ্ট গন্তব্যে।।
এ কবিতায়, আমি কি বলতে যাচ্ছি
তা আমি কখনো জানিনা।
আগাম আমি তা ভেবেও দেখিনা।।
আমি যখন কিছু বলা থেকে বিরত থাকি,
আমি তখন হই একেবারেই শান্ত।
এবং কদাচিত কিছু বলি।।
– মাওলানা রুমি রহমাতুল্লাহি।