হোমপেজ আধ্যাত্মিক কবিতা গুরু গো, গুরু গো আমার।

গুরু গো, গুরু গো আমার।

266

গুরু গো, গুরু গো আমার।

গুরুগো… গুরুগো আমার!

আমায় তুমি উদ্ধার করো,
নফসের কারাগারে বন্দি আমি,
সন্ধি করি বের হব কোন ধ্যানে।

লোহা শিকল দিয়া বাঁধি
ছেড়েছো রঙ্গ মঞ্চে,
উপায় কি বলো না দয়াল,
পাড় পাবো কিসে।

এইনা কারাগারের মাঝে
কাম চিত্তে খেলা করে,
লোভ লালসা হিংসা ক্রোধে
গলা টিপে মারে।

মোঃ আশরাফ উদ্দিন
০৭/০৫/২০২৩