কোকিল – আধ্যাত্মিক কবিতা
কোকিল
ওরে আমার কোকিল,
তুমি থাকো গো কোথায়?
আমি যে বড় অসহায়,
প্রাণের মানুষ নেই বিধায়।
ওরে আমার কোকিল,
শুনে যাও একটি কথা!
মনে আমার বড় ব্যথা,
দেখিতে তার রূপ ছটা।
ওরে আমার কোকিল,
দেখেছো কি তুমি তাঁরে?
মন ভরে নয়ন জুড়ে,
আছে বসে ভক্তের অন্তরে।
ওরে আমার কোকিল,
গিয়ে তুমি বারী শাহ নগর,
আসিও নিয়ে লুৎফর শাহ’র খবর,
শূন্য রাতিনে’র কাটে না প্রহর