হোমপেজ আমল ও ওজিফা আল্লাহর দরবারে কান্না করার উপায়।

আল্লাহর দরবারে কান্না করার উপায়।

658

আল্লাহর দরবারে কান্না করার উপায়।

আসসালামু আলাইকুম। আজকাল আমরা মুসলমানরা পাপে জর্জরিত। পাপ করতে করতে আমরা আমাদের হৃদয় কে শক্ত করে ফেলেছি। এদিকে নানা ইতিহাস থেকে জানতে পারি আল্লাহর দরবারে কান্না করতে করতে অন্ধ হয়ে যাবার মতো ঘটনা। যেমন: ইয়াকুব (আ:) কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যান। তাছাড়া শ্রেষ্ঠ নবি (স:)-এর আগের পড়ের কোনো গোনাহ না থাকা সত্ত্বেও আল্লাহর দরবারে কান্না করতেন। তাহলে আমরা কেমন ইনসান যাদের এত পাপ থাকা সত্ত্বেও কাঁদিনা?

আল্লাহর দরবারে কান্নার কিছু উপায় আপনাদের জানাই।

১। পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা: নিয়মিত সালাত আদায় করলে অন্তরে অবস্থা পূর্বের তুলনায় আরো হালকা ও নরম হয়ে যায় যার ফলশ্রুতিতে কান্না করাটা অনেকটাই সহজ হয়। তবে কেবল এটি যথেষ্ট নয় এতে কেবল কান্না করার ইচ্ছা জাগ্রত হয় এবং মুখের অঙ্গভঙ্গি কান্নার ন্যায় হয়।

২। কুরআন তেলাওয়াত করা: নিয়মিত কোরআন তেলাওয়াত করুন অর্থসহ। সঠিকভাবে মাখরাজসহ জেনেশুনে আস্তে আস্তে ধীরে ধীরে তিলাওয়াত করুন। এতে আপনার ঈমান অনেক খানি বেড়ে যেতে থাকবে আর আপনি পূর্বের তুলনায় আরো হালকা অনুভব করতে থাকবেন আপনার আরও বেশি কোরআন তেলাওয়াত করতে মন চাইবে।

৩। অলি আল্লাহ ও নবীগনদের কষ্টের ঘটনা শোনা: অলি আল্লাহ ও নবী রাসূলগণের সকল অনেক কষ্টের কাহিনী শুনলে আপনার পাষাণ হৃদয় পর্যন্ত বিগলিত হইবে যার ফলশ্রুতিতে আপনি অনেক বেশি হালকা অনুভব করবেন এবং আপনার কান্না কান্না ভাব নিজে নিজেই জাগ্রত হইবে।

৪। বেশি বেশি নফল ইবাদত করা: প্রতি রাকাত নামাজে ওযুর পর তাহিয়াতুল ওযুর সালাত আদায় করা সাথে মসজিদে প্রবেশের পর দুখলুল মসজিদ ইসরাক চাষত এবং আওয়াবিন এর সালাত আদায় করার অভ্যাস গড়ে তোলেন সাথে তাহাজ্জুদকে বেশি গুরুত্ব দান করুন রাতের শেষ তৃতীয়াংশে তাহাজ্জুদ সালাত আদায় করার অভ্যাস করুন এবং রাতের এই শেষ ভাগে কান্নার চেষ্টা করুন।

এভাবে একদিন ইনশাআল্লাহ আপনি কান্না করতে সফল হবেন এবং আল্লাহর আরশের ছায়াতলে কাল কেয়ামতের ময়দানে স্থান পেয়ে যাবেন আল্লাহ প্রত্যেকে তার দরবারে কান্না করার তৌফিক দান করুন। আমীন।

– পারভেজ হোসাইন