হোমপেজ আধ্যাত্বিক গান ও কালাম (লিরিক্স) জুল্লুশান ও রহমান গাউছে পদে হামকো মিলা (আধ্যাত্মিক কালাম)

জুল্লুশান ও রহমান গাউছে পদে হামকো মিলা (আধ্যাত্মিক কালাম)

142

জুল্লুশান ও রহমান গাউছে পদে হামকো মিলা (আধ্যাত্মিক কালাম)

গাউছে পদে হামকো মিলা-
দেখা তোর কুদ্রতির লিলা৷
মিলাবে কিছ তওর মিলা-
মধ্যে যেন থাকে জিরা৷
যেমনে জলের সনে জল মিলা,
তাতে নয় মন চিদ্র জিলা৷
আতসে আতস মিলা রংঙে রঙ মোকাবিলা৷

যেমনি গাছেতে শিখর মিলা
তাতে নয় মন হিলাঢুলা
নদীতে নাহার মিলা
জিলের সনে মিলে জিলা,
যেমনি দুদ্ধেতে সহর মিলা
আসেকে মাসুক মিলা
হিন রায়হান কয না চাহি কিছু
মাওলাজির দিদার মিলা৷

(প্রেম পুস্পহার কালামে রায়হান শাহ (র:), চৌদ্দগ্রাম জামুকরা, পুর্ব পাড়া)৷

নিবেদক: মমতাজ উদ্দিন ভান্ডারী