হোমপেজ বাণী ও উপদেশ আধ্যাত্মিক বাণী – ফকির সেলিম কাদেরী (পর্ব-৯)

আধ্যাত্মিক বাণী – ফকির সেলিম কাদেরী (পর্ব-৯)

আধ্যাত্মিক বাণী – ফকির সেলিম কাদেরী (পর্ব-৯)

৮১/ শান্ত মনে আসে শান্তির বার্তা, অশান্ত মনে আসে অস্থিরতা৷

৮২/ বিশ্বাস থেকে ভরসার জন্ম, ভরসা থেকে অপেক্ষার, বিশ্বাস ব্যাতিত বাকি গুলো মূল্যহীন।

৮৩/ ত্যাগের মহিমায় রয়েছে পরমের সংস্পর্শ পরম আনন্দ।।

৮৪/ যদি তুমি সু-দৃষ্টিতে দেখ তাহলে তা হবে পবিত্র বন্ধন, আর যদি কু-দৃষ্টিতে দেখ তা হবে আপনার খন্ডন।

৮৫/ যখন তুমি প্রভুর সান্নিধ্য লাভ করবে তখন গোটা দুনিয়া খুঁজে পাবে।

৮৬/ এই হৃদয়ে যেমন বীজ রোপণ করা হয়, ধিরে ধিরে উহাই একদিন বৃহৎ আকার ধারণ করে।

৮৭/ ভালোবাসা আত্মবিশ্বাস-এর উপর নির্ভর করে টিকে থাকে।

৮৮/ পীর/আউলিয়াদের দরবার মহা পবিত্র স্থান, যতক্ষণ অবস্থান করবে ততক্ষণ প্রশান্তি অনুভব করবে।

৮৯/ গুরুর আদেশ ভক্তের জন্য আসির্বাদ স্বরূপ এবং উহা ধারণ করার স্থান একমাত্র হৃদয়ে।

৯০/ সুর্যের আলোর প্রেম পরসে যেমন প্রতিটি সৃষ্টির সৌন্দর্য বৃদ্ধি হয়ে যায়, ঠিক তেমন মুর্শিদ সেই প্রেমের আলোই ভক্তকে দান করেন,যদি ভক্ত তা গ্রহণ করে তবে তার জীবনও ঐশ্বরিক প্রেমের আলোয় আলোকিত হয়ে উঠে।

— ফকির সেলিম কাদেরী

আধ্যাত্মিক বাণী- (সব পর্ব দেখুন)