মুরিদের প্রতি মুজাদ্দিদে আলফেসানীর ২১টি উপদেশ
১। স্বীয় পীরের সামনে অন্য কারও প্রতি মনোযোগী হবে না, পূর্ণরূপে পীরের দিকে লক্ষ্য রাখবে, এমনকী জিকিরের খিয়ালও করবে না। কিন্তু তিনি আদেশ করলে তখনই খিয়াল করবে।
২। স্বীয় পীর ব্যতীত অন্য কোনো পীরের প্রতি দৃষ্টি দেবে না।
৩। পীর উপস্থিত থাকাকালীন তাঁর অনুমতি ব্যতীত নফল এবাদত ও জিকিরে লিপ্ত হবে না।
৪। ফরজ -সুন্নাত ব্যতীত তাঁর সামনে অন্য কোনো প্রকার নামাজ পাঠ করবে না। যদি অজিফা থাকে তবে তাঁর নিকট হতে অন্যত্র সরে গিয়ে পাঠ করবে।
৫। এমন স্থানে দাঁড়াবে না, যাতে তাঁর ছায়া পীরের উপর বা তাঁর ছায়ার উপর পতিত হয়।
৬। পীরের জায়নামাজের উপর পা রাখবে না।
৭। পীরের ওজুর স্থানে ওজু করবে না।
৮। পীরের বিশিষ্ট সামগ্ৰী ব্যবহার করবে না।
৯। পীরের সামনে তাঁর বিনা অনুমতিতে পানাহার করবে না।
১০। পীরের সামনে অন্য কারও সঙ্গে কথাবার্তা বলবে না এবং কারো প্রতি লক্ষ্য করবে না।
১১। পীরের অনুপস্থিতিতে তিনি যে দিকে আছেন, সেই দিকে পা লম্বা করে দিবে না এবং থুথু ফেলবে না।
১২। পীর যে কাজ করবেন, তা অদৃশ্যতঃ ভূল বলে মনে হলেও তাকে ঠিক বলে জানবে। কারণ, তিনি যা করেন তা আল্লাহর নির্দেশে করে থাকেন। তাতে কারও বলার কিছু নেই।
১৩। ক্ষুদ্র বৃহৎ সকল বিষয়ে স্বীয় পীরের অনুকরণ করবে। আহার, নিদ্রাই হোক, অথবা পোশাক পরিচ্ছদই হোক, কিংবা নামাজ রোজাই হোক।
১৪। তিনি যে ভাবে নামাজ পাঠ করেন, সেই ভাবেই পাঠ করতে হবে।
১৫। তাঁর নির্দেশেই ফিকাহের মাসআলা শিখতে হবে।
১৬। তাঁর কার্যকলাপ ও গতিবিধির প্রতি এতেরাজ বা সমালোচনা করবে না। যদিও ওহা অতি সামান্য হয় না কেন। এতে মহরুম ও পূর্ণ বঞ্চিত হওয়া ব্যতীত কোনো ফল লাভ হবে না।
১৭। পীরের দোষ ত্রুটি কখনও অনুসন্ধান করবে না। যেহেতু সৃষ্টির মধ্যে সকলের তুলনায় বদবত ওই ব্যক্তি যে ওলি আল্লাহ গণের ছিদ্রান্বেষণ করে, আল্লাহ তায়ালা রক্ষা করুন।
১৮। স্বীয় পীরের নিকট কখনো কারামত দেখতে চাইবে না। যেহেতু কোনো মোমেন কোনো পয়গম্বরের নিকট হতে কারামত দেখতে চাহে না।
১৯। পীরের প্রতি যদি কখনো কোনো সন্দেহের উদ্বেক হয়, তবে অবিলম্বে তাহা, তাঁর নিকট ব্যক্ত করবে। তিনি সমাধান করে দেবেন, যদি তাতে তাঁর মনের তৃপ্তি না হয়, তবে নিজেরই ত্রুটি জেনে ক্ষান্ত থাকবে।
২০। স্বপ্নে যা কিছু পরিলক্ষিত হয়, তা পীরকে জানাবে।
২১। স্বীয় কাশফ বা আত্মীক বিকাশের প্রতি কখনো নির্ভর করবে না। অন্যথায় বিভ্রান্ত হয়ে যাবে।
– মুহাম্মদ নাসেরউদ্দিন আব্বাসী
প্রপৌত্র- হজরত পীর গোলাম সালমানী আব্বাসী ফুরফুরাবী (রাহ.)