ইবনুল আরাবী (রহঃ) এর সংক্ষিপ্ত পরিচয়

ইবনুল আরাবী (রহঃ) এর সংক্ষিপ্ত পরিচয়

ইবনুল আরাবী এর মূল নামঃ মোহাম্মদ এবং পারিবারিক নাম আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনুল আরাবী।

ইবনুল আরাবীর জন্মঃ ১৭ রমজান ৫৬১ হিজরী অথবা ২৮ জুলাই ১১৬৫ খৃষ্টাব্দে তৎকালীন আন্দালুসিয়া বা বর্তমান স্পেনের মূর্সিয়া নগরীতে জন্মগ্রহন করেন।।

ইবনুল আরাবীর ওফাতঃ ২২ রবিউস সানি ৬৩৮ হিজরী মোতাবেক ১২৪০ খৃষ্টাব্দে ঔফাত লাভ করেন।

ইবনুল আরাবীর মূল ধারা ও দর্শনঃ সূফিবাদ, আধ্যাত্মবাদ, কাব্য। (অহেদাতুল অজুদ দর্শনে তিনি ছিলেন অনন্য)

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel