হোমপেজ বাণী ও উপদেশ আধ্যাত্মিক বাণী – ফকির সেলিম কাদেরী (পর্ব-৭)

আধ্যাত্মিক বাণী – ফকির সেলিম কাদেরী (পর্ব-৭)

আধ্যাত্মিক বাণী – ফকির সেলিম কাদেরী (পর্ব-৭)

৬১/ এমন সঙ্গ হইতে দূরে থাকা ভালো, যে সঙ্গের কারণে নিভে যায় হৃদয়ের আলো৷ দূরে থাকা উত্তম হতে এমন সঙ্গ, যে সঙ্গ দ্বারা হবে প্রভুর ধ্যান ভঙ্গ৷

৬২/ পাপাচার থেকে দূরে থাকার জন্য সেই সমস্ত বন্ধুর সাথে সময় অতিবাহিত কর, যাদেরকে দেখলে বাকথা বললে স্মরণ হয় বেশি বেশি “পরম বন্ধুর”৷

৬৩/ দয়াল প্রেমে যদি হও অগ্রসর, তিনি পরীক্ষা নিবেন সকল মোহের ভিতর৷

৬৪/ দয়ালের একনিষ্ঠ প্রেমিক ব্যতীত এই প্রেম সাগরে ডুবে থাকা যায় না৷

৬৫/ প্রথমে প্রভুর চরণ ধরে আপন আমিত্ব লুটিয়ে দাও, চরণ সান্নিধ্যে থেকে আচরণ ধরতে হয়, আর সেই আচরণ দ্বারাই একদিন তোমার হবে জয়৷

৬৬/ আনুষ্ঠানিকতার জন্য যে ঢাক, ঢোল বাজানো হয়, সেই আনুষ্ঠানিকতার ঢাক, ঢোল বেজে উঠে প্রেমিকের হৃদয়৷ এত সব আয়োজন শুধুমাত্র একজন প্রেমিকের প্রয়োজন৷

৬৭/ দুনিয়ার মোহ মায়া ত্যাগ করা ব্যাতিত স্রষ্টার সান্নিধ্য লাভ করা যায় না৷ মোহ মায়া এক যাদুর বন্ধন, এ বন্ধন ছিন্ন করতে প্রয়োজন মাওলার ইস্কে ক্রন্দন৷

৬৮/ যিনি সকল কিছুর মাঝে থেকেও “গুরুর মাঝে” নিজেকে শুন্যতা অনুভব করতে পেরেছেন, তিনি সফল কাম হয়েছেন৷

৬৯/ আপনার কর্মের হিসেব আপনার থেকে নেওয়া হবে, অন্যের হিসাব আপনার থেকে নেওয়া হবে না। আপন সু-কর্ম গুনে ভব দরিয়ার তুফানও পার হওয়া যায় গুরুর নায়ে চরে।

৭০/ যার ভিতর সচ্ছ হয়ে যায়, তাঁর বাহিরের সুরতও বদলে যায়৷

— ফকির সেলিম কাদেরী

আধ্যাত্মিক বাণী- (সব পর্ব দেখুন)