হোমপেজ বাণী ও উপদেশ আধ্যাত্মিক বাণী – ফকির সেলিম কাদেরী (পর্ব-৬)

আধ্যাত্মিক বাণী – ফকির সেলিম কাদেরী (পর্ব-৬)

আধ্যাত্মিক বাণী – ফকির সেলিম কাদেরী (পর্ব-৬)

৫১/ দয়াল নবীজি এবং তার আওলাদ গনের প্রতি ভালোবাসার সহজ রাস্তাই হল মুর্শিদ, আর যিনি বিনা মুর্শিদে ভালোবাসে তিনি বিনা ঠিকানায় চিঠি লিখেন৷

৫২/ মহা মুল্যবান অক্ষর “ম” দিয়ে কিছু শব্দ গঠন-

ম= মা এবং মাটি,শুদ্ধ কর ঘটিবাটি
ম= মায়ের গর্ভে এসেছি
ম= মাটি দ্বারা তৈরী
ম= মানব হয়ে আগমন
ম= মানুষ হবার জন্যে এই ভুবনে এসেছি
ম= মুর্শিদ চরণ ধরে তার কাছে আত্মসমর্পণ করে
ম= মাওলার সান্নিধ্য হাছিল করতে হবে৷

৫৩/ অন্ধের কোন নির্দিষ্ট রূপ নেই সে বহুরূপে সাত্রে বেড়ায়,আর জ্ঞান নয়নে যিনি একটি রূপে মজেছে ধীরে ধীরে তার সকল দুনিয়াবী বাসনা হারায়৷

৫৪/ সংখ্যা দিয়ে ভালোবাসা যায় না শুধু হিসাব রাখা যায়, অসংখ্যায় হয় ভালোবাসা যেখানে কোন হিসেব থাকে না৷

৫৫/ আগুন দিয়ে আগুন কখনো নিভানো যায় না, পানির প্রয়োজন হয়, তেমনি ক্রোধ দিয়ে ক্রোধ কখনো দমন করা যায় না, প্রেমের ভাষা দিয়ে কর জয়৷

৫৬/ দয়াল নবীজির একজন খাঁটি প্রেমিক তিনি যে খানে যে অবস্থাতে বিচরণ করবেন, সেখানকার পরিবেশ পরিস্থিতি তার অনুকূলে চলে আসবে এবং এটাই দয়ালের খেলা।

৫৭/ দুনিয়ার প্রতি আকৃষ্টই আপন ধংসের মূল, সব আকৃষ্টই ধংস হইবে যে দিন ধরবে গুরু কুল৷

৫৮/ দুনিয়ার লোভে পরে এই মন ধিরে ধিরে হারায় অতি আপন।

৫৯/ লোভা তুর মন যতক্ষণ প্রভুর চরণে হবে না সমর্পণ, সেই মনেতে আসন গ্রহণ করে না প্রভু নিরাঞ্জন৷

৬০/ মৌখিক বন্ধু তো অনেকেই আছে এর মাঝেই নিতে হবে দিনের বন্ধু কে খুঁজে, বন্ধু তো সেই যাকে দেখলে পরম বন্ধুর প্রেম সাগরে আরও ডুবে যেতে ইচ্ছে করে ৷

— ফকির সেলিম কাদেরী

আধ্যাত্মিক বাণী- (সব পর্ব দেখুন)