এমন বান্ধব নাই (দয়াল গীতি)
আল্লাহ নবি চিনতে হলে
ঠাঁই লও দয়ালের চরন তলে,
তিনি সদয় হইয়া চিনাবেরে ভাই
সে ছারা তোর চিনার উপায় নাই ৷
ওরে দয়ালেরি গুনের কথা
পাগল যায় কি বলা যথা তথা,
প্রেমিক ছাড়া বুঝার সাদ্ধ নাই ৷
আমার এই মনেরি যত ব্যাথা
বলব যাইয়া আমি কোথা,
দয়াল বিনে আর তো কেহ নাই ৷
দয়াল এই প্রেমেরি মালা গাথা
সেলিম লইয়া যাবে কোথা,
সেন্টু শাহ্ তুমি ছাড়া মালা কারে পরাই৷
লেখা: ফকির সেলিম কাদেরী