দেওয়ানা (দয়াল গীতি)

দেওয়ানা (দয়াল গীতি)

দয়াল তোমার প্রেমে পইড়া
হইলাম আমি দেওয়ানা,
সকাল বিকাল ভাবি তোমায়
মন যে বাঁধা মানে না৷
মন পিঞ্জরে বান্ধিব তোমায়
যদি তোমার দেখা পাই৷

প্রেম করিয়া এত জ্বালা
আগে তো বুঝিনাই,
জ্বইলা পুইড়া অঙ্গার হইলাম
এখন বলো কোথায় যাই৷

নতুন প্রেমিক আছে যত
ভালোবাসো মনের মত
সুখ আর দুঃখ থাকুক যত
দয়াল হবে রে সহাই।

ভালোবাসার এই কি রিতি
বুঝলাম সেন্টু শাহর পিরিতি
সেলিম এখন এই ধরাধামে
সবখানে তোমাকে চাই৷

লেখা: ফকির সেলিম কাদেরী

ভাব তরঙ্গ- দয়াল গীতি (সব পর্ব)

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel