হোমপেজ আধ্যাত্বিক গান ও কালাম (লিরিক্স) নাতে রাসূল (দয়াল গীতি)

নাতে রাসূল (দয়াল গীতি)

নাতে রাসুল (দয়াল গীতি)

আজ পশু পাখি সবাই উল্লাসিত
সারা বিশ্ব জাহান আনন্দিত,
আল্লাহর দোস্ত এলো এই ধরাতে (২)
তিনি বিশ্ব নবী মোহাম্মদ রাসূল৷

যখন ছিলোনা দয়াল এই ভুবনে
তখন অপরাধ ছিল ক্ষণে ক্ষণে,
বন্ধ হইল দয়াল নবীজির আগমনে
দয়ালকে চিনতে কইরনা কো ভুল৷

এমনও সময় ছিল জন্ম হইলে নারী
হত্যার নির্দেশ ছিল সঙ্গে সঙ্গে তারই,
নবী এসে মায়েদের সম্মান দিল ভারী
এসো নিতে দয়ালের চরন ধুলী৷

বর্তমানে আছে যত পীর আউলিয়া
তারা আছে নবিজীর সিলসিলা নিয়া
সেলিম তুমি সপে দিও সেই চরনে গিয়া
দয়াল সেন্টু শাহ্’র নামেই আছে মূল৷

লেখা: ফকির সেলিম কাদেরী

ভাব তরঙ্গ- দয়াল গীতি (সব পর্ব)