নিবেদন (দয়াল গীতি)
দরদীদের প্রতি এই নিবেদন
রাখবেন তরিকতের মান সম্মান
করিবেননা তরিকতের মান হানি
মনগড়া দিয়ে আপনার বাণী ৷
ভাবে ডুবে দেখবেন কত মজা
না বুজলেই পাইতে হবে সাজা,
বুঝিয়া ভাব করিবেন বিনিময়
দূর হবে প্রেমিকের পেরেশানি ৷
আপনার আমার মন গরা কথায়
যেন কেউ বাকা পথে না যায়,
ধর্মের চেয়ে কর্ম হইল ভারি
সাথে রাখেন দয়ালের নিশানি ৷
ভুল ত্রুটি মার্যনা দিবেন নিজ গুনে
কারো মনে কস্ট দিলে আন মনে,
সেলিম রয় সেন্টু শাহ্’র দয়ার আসায়
বাবা দয়া করে দিও চরনখানি ৷
লেখা: ফকির সেলিম কাদেরী