বনের বাঘে (দয়াল গীতি)
বনের বাঘে খায় না মানুষ
মনের বাঘে খায় ওরে বেহুশ,
এই মনে যে যা লালন করে
প্রকাশিত পায় সকল করন ৷
মন জ্ঞান দ্বারা কর বিচার
ভালোবাসা মিলবে সবার,
এই মনের মধ্যে শাঁই নিরাঞ্জন ৷
মন,চিন্তে হইলে মন মহাজন,
ওরে যাইয়া ধর গুরুর চরণ,
গুরু মন্ত্র দিয়া করিবে চেতন ৷
সেলিমে কয় এই মানব কুলে
ধন্য হবো সেন্টু শার চরন ধুলে,
তোমার দয়ায় জীবন ও মরন ৷
লেখা: ফকির সেলিম কাদেরী