হোমপেজ আধ্যাত্বিক গান ও কালাম (লিরিক্স) গুরু ভজন (দয়াল গীতি)

গুরু ভজন (দয়াল গীতি)

414

গুরু ভজন (দয়াল গীতি)

আরে করবি যদি গুরু ভজন,
করগে তার-ই দুঃখের ওজন,
তার দয়ায় পাইবি ওই রাংগা চরণ
তাকে দিও তোমার চতুর মন ৷

আমার অবুজ মনের কারনে,
দিন বয়ে যায় অকারনে,
জীবন থাকতে চিনলেনা মুর্শিদ ধন
গুরুর দয়া বিনে হবে না সাধন ৷

আমি নাও বান্ধিয়া মায়ার ডোরে
দিন কাটে মোর ঘুমের ঘোরে,
কেন পরে রইলি হইয়া অচেতন
সময় থাকিতে তারে করো যতন ৷

মুর্সিদের চরন তলে থাক সর্বক্ষণ ,
পাইতে হলে অমুল্য ধন,
সেলিম সময় থাকতে লও চিনিয়া,
সেন্টু শাহ বিনে সব-ই অকারন।

লেখা: ফকির সেলিম কাদেরী

ভাব তরঙ্গ- দয়াল গীতি (সব পর্ব)