আদম রুপে (দয়াল গীতি)

আদম রুপে (দয়াল গীতি)

আদম রূপে খেলছেরে ভাই
আল্লাহ নবী খেলা,
সময় থাকতে লও চিনিয়া
যায় চলিয়া বেলা ৷
মুর্শিদ রূপে তরাইয়া লও
মন কইরনা অবহেলা ৷

দিন বয়ে যায় ঘুরে ফিরে
কইরা হেলা ফেলা,
সময় থাকতে বাইও নৌকা
মন তুমি এই বেলা ৷

দয়াল যে মোর সাধন ভজন
এই ভব পারের মেলা,
কামের ঘরে মারলে তালা
তখন শুরু প্রেমের পালা ৷

সেন্টু বাবা শত জন্মের ফল
পাইছি আমি তোমায়,
পারের করি নাই সেলিমের
নিও তরাইয়া এই বেলা৷

লেখা: ফকির সেলিম কাদেরী

ভাব তরঙ্গ- দয়াল গীতি (সব পর্ব)

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel