হোমপেজ আধ্যাত্বিক গান ও কালাম (লিরিক্স) প্রাণ বন্ধুর নামে (দয়াল গীতি)

প্রাণ বন্ধুর নামে (দয়াল গীতি)

প্রাণ বন্ধুর নামে (দয়াল গীতি)

আমি ভাসাইলাম তরি দয়ালের নামে
আমার মন মজেছে তার প্রেমে,
পরাণ টানে গো বন্ধুয়ার পানে৷৷

যার পরশে হয় শুদ্ধ চিন্তার উদয়
সখিরে থাকে যদি দ্বিন বন্ধু সদয়,
পাপ পুণ্য আর থাকেনা মনে৷

যার শুভ দৃষ্টিতে শুদ্ধ আত্মার উদয়
সেই দ্বিন বন্ধুর প্রেমে যে জন বিনয়,
লোভ লালসা তার থাকেনা মনে৷

যার মুখের বানিতে হয় প্রেমের উদয়
শুনিলে মধুর বানি শুনিতেই মনে লয়
তার সুখ, দুঃখ থাকেনা জীবনে৷

সেন্টু শাহ্ বিনে সেলিমের কি উপায়
কবে হবে আমার ওহে দয়াময়,
দয়াল ঠাঁই দিও তোমার চরণে ৷

লেখা: ফকির সেলিম কাদেরী

ভাব তরঙ্গ- দয়াল গীতি (সব পর্ব)