দেহ নৌকা (দয়াল গীতি)
আমার দেহ নৌকা লইয়া
পড়ছিরে কি বিপদে
দয়াল একবার আসিয়া
দেও না দেখা স্ব-মতে৷
মন মাঝি তোর খবর নাইয়া
কোন বা দেশে যাওরে বাইয়া
মুর্শিদ ছাড়া চালাও কি মতে৷
সাড়ে তিন হাত নৌকা লইয়া
নদীর স্রোতে যাও রে ভাইসা,
গুরু বিহনে উজান কোন পথে৷
সেলিমের দিন যায় হেলায় বহিয়া
সেন্টু শাহ্ তুমি দেখলানা চাহিয়া
তোমার দয়ায় রবো সু-পথে৷
লেখা: ফকির সেলিম কাদেরী