হাওয়ায় মিশে (দয়াল গীতি)
জমির সুন্দর ঘাসে রে ভাই
জ্বলের সুন্দর মাছে, ও দয়াল
আমার জীবন কেমনে সুন্দর
তুমি না থাকলে পাশে ৷
বৃক্ষের সুন্দর ফুলে আর ফলে
বাগানের সুন্দর বৃক্ষ আছে বলে,
তুমি ছাড়া আমি তিলে তিলে
ক্ষয় জীবন অবশেষে ৷
পাখির সুন্দর উরলে ডানা মেলে
আকাশের সুন্দর তারে পেলে,
আমি পাব তোমায় কোথায় গেলে
ঘুরছি তোমায় পাবার আসে৷
সেলিমের সুন্দর তোমার পরশে
তুমি আছো হাওয়ায় মিশে,
সেন্টু বাজান বল আমায়
রাখবেনি তোমার চরণ দাসে৷
লেখা: ফকির সেলিম কাদেরী