হোমপেজ আধ্যাত্বিক গান ও কালাম (লিরিক্স) দয়ার কামনা (দয়াল গীতি)

দয়ার কামনা (দয়াল গীতি)

99

দয়ার কামনা (দয়াল গীতি)

আমার হেলায় হেলায় দিন যায়
ধরায় কভু চেতন হইল না,
আমি অন্ধ হইয়া ঘুরছি ভবে
করি তোমার দয়ার কামনা৷

দুই দিনের দুনিয়া দারি
কেন এত ঝারিঝুরি,
সময় হলে যাইতে হবে
কিসের এত বাহাদুরি৷
সময় থাকতে কর তুমি
দয়াল মুর্শিদের ভজনা ৷

দুনিয়ায় সংসারের মায়ায়
আলো আধারের ছায়ায়,
পরে আছি মায়ারি ডোরে
এই দেহ গেছে পাপে ভরে৷
তুমি হিনা সব যায় বিফলে
দয়াল আমায় দয়া করনা ৷

তাই সেলিমে ভাবিয়া কয়
সেন্টু শাহ্ যদি আমারি হয়,
তিন ঘাটে দুঃখ রইবেনা,
করি তোমার চরন ভজনা,
গনা দিন মোর যাচ্ছে ফুরাই
দয়া করে চরণ ধুলি দাওনা।

লেখা: ফকির সেলিম কাদেরী

ভাব তরঙ্গ- দয়াল গীতি (সব পর্ব)