হইলোনা মোর পুজি কামাই: ৫টি জন্মতত্বের গান

হইলোনা মোর পুজি কামাই

১। লক্ষ কোটি যোনি পেরিয়ে পেলাম এ মানব জনম
যার জন্য আসলাম ভবে তারে পাইলাম কখন (২ বার)
মৌহের আধারে অন্ধ হইয়া, রইলাম শুধু তোমায় ভুলিয়া (২ বার)
দেখা দাও একবার আসিয়া (২ বার)
দুঃখ করো নিবারণ ॥ ঐ

২। মুক্তি পেতে আইলাম আমি করতে তোমার বন্দেগী
অভুক্তির কারনে ঘোর কালি ফুরাইলো মোর জিন্দেগী (২ বার)
আমি আবারো পড়িবো ফেরে, পুজি নাই মোর যাইতে পাড়ে (২ বার)
এসো দয়াল ভক্তের দ্বারে (২ বার)
করিতে পাপের হরণ ॥ ঐ

৩। একা একা ডাকবো তোমায় বসিয়া এক নিরলে
একা হইতে পারি না আমি জড়িয়া এই লোক কুলে (২ বার)
ভৰো মঞ্চে হইয়া বন্ধি, নির্জনে বসিয়া কান্দি (২ বার)
হইবে কি মোর প্রেম সন্ধি (২ বার)
দয়াল তুমি আমায় করো গ্রহণ ॥ ঐ

৪। নাতি-পুতি খাইবো সম্পদ যা করলাম ভবে কামায়
মরার পরে কেউ চিনবে না কষ্টের ধন বিফলে যায় (২ বার)
সংসারের প্রেমও জ্বালে, ফাসিয়াছি এই জড় কুলে (২ বার)
কি হবে বুঝিয়া অকালে (২ বার)
নিকটে আসিলে মরণ ॥ ঐ

৫। তোমার নাম লইতে যখন মনে ইচ্ছা আসে
চক্ষু বন্ধ করিলে দয়াল দুনিয়ার সকল ভাসে (২ বার)
ভাসিয়াছি কাম সাগরে, জীবন গেল অহংকারে (২ বার)
দয়াল সামাদ বলে মাসুদ তোরে (২ বার)
ভজনে নাই গুরু স্বরণ ॥ ঐ

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel