মানব দেহের প্রকারভেদ ও সকল অঙ্গের অর্থ।
দেহের ভেদঃ-
১. অহিমুণ্ডঃ- যৌনাঙ্গ।
২. আলমে আরওয়াহঃ- পুরুষের দম।
৩. অখন্ড মন্ডলঃ- পুরুষের মাথা।
৪. আযাযীলঃ- গুপ্তাঙ্গ।
৫. গর্ভকালঃ- পুরুষ ৪০ দিন, নারী ১০ মাস ১০ দিন।
পুরুষের প্রকারভেদঃ-
১. শশত পুরুষঃ- সত্যবাদী।
২. মৃগ পুরুষঃ- উর্ধোভেদি।
৩. মহাপুরুষঃ- সম্যক গুরু।
৪. বাকারাতান ছাফারাঃ- পুরুষ হবার পথে সাধক।
৫. জন্মগত পুরুষঃ- সাধারন।
সৃষ্টির বিবরন পুরুষেরঃ-
১. মন থেকে চন্দ্র।
২. চক্ষু থেকে সুর্য।
৩. কান থেকে বায়ু ও প্রান।
৪. মুখ থেকে অগ্নি।
৫. নাভী থেকে অন্তরীক্ষ।
৬. মস্তক থেকে স্বর্গ।
৭. পাদদ্বয় থেকে ভুমি।
মানবের দেহ তত্ত্বঃ-
আঠারো হাজার মাখলুকাতের মধ্যে-
১. ছয় হাজার বাচ্চা দিয়ে বংশ বিস্তার করে।
২. ছয় হাজার ডিম দ্বারা বংশ বিস্তার করে।
৩. ছয় হাজার বীজ দ্বারা বংশ বিস্তার করে।
মানবের স্তরঃ-
মানুষের স্তর চারটি। যেমনঃ-
১. ফানা ফিশ সেখ।
২. ফানা ফির রাসূল।
৩. ফানা ফিল্লাহ।
৪. বাকা বিল্লাহ।
মানব অজুদের বর্ণনাঃ-
(১) মানবের চার মোকাম- লাহুত (নাক ), লাছুত (চুক্ষ), মা লাকুত (কান), জাবারুল (জিহবা)। যাথাক্রমে যে সবুজ, সফেদ, ছিয়া, জর্দ।
(২) চার ফেরেস্তাঃ- ইসরাফীল (আঃ), মিকাইল (আঃ), আজরাইল (আঃ), জীবরাইল (আঃ)।
(৩) চার কালিমাঃ- তামজিদ, তৈয়ব, শাহাদত, তাওহীদ।