হোমপেজ আধ্যাত্মিক প্রশ্ন ও উত্তর মুনাফিক অর্থ কি?

মুনাফিক অর্থ কি?

655

মুনাফিক অর্থ কি?

মুনাফিক (منافق) শব্দটি মূলত আরবী। যার অর্থ হলো- প্রতারক, ভন্ড ধার্মিক, কপট বা দুই মুখো। যিনি প্রকাশ্যে সাধু বা ধার্মীকতা চর্চা করে; কিন্তু গোপনে অন্তরে নিমোখারামী ও কপটতা লালন করে তাকেই মুনাফিক বলে।

মুনাফিক দুই প্রকারঃ (১) বিশ্বাসগত মুনাফিক, (২) কর্মগত মুনাফিক।