কাহারা আল্লাহর ফকির (পর্ব-১)
উত্তরে বলা যায় যিনি আল্লাহর হয়ে গেছেন, তিনিই আল্লাহর ফকির। যিনি আল্লাহর রঙ্গে রঞ্জিত হয়েছেন, যিনি আল্লাহর গুণে গুণাম্বিত হয়েছেন, নিজের কাছে কিছুই নেই এবং যিনি আল্লাহতে বিলীন হয়ে গেছেন, তিনিই আল্লাহর ফকির। যদিও সমাজে যিনি অর্থনৈতিক দিক থেকে অসহায়, নি:স্ব, সহায় সম্বলহীন, নিরুপায়, সর্বহারা, অভাবগ্রস্থ, হত দরিদ্র, অন্যের সাহায্য ও দান খয়রাত ছাড়া একে বারেই চলতে পারে না, এদরকে কেউ বলে ভিক্ষুক তথা মিসকিন বা ফকির। তবে এরা সমাজের লোকের কাছে ফকির কিন্তু আল্লাহর কাছে আল্লাহ প্রাপ্ত ফকির নয়। কারণ আল্লাহর ফকির হচ্ছেন, তারাই যারা আল্লাহ ছাড়া অন্য কারো নিকট কিছু চান না।
অর্থাৎ আল্লাহতে লীন হয়ে যাওয়াই তাদের আকাঙ্খা। আর এদেরকেই আল্লাহর ফকির বলা হয়। যারা আল্লাহর প্রেমে মত্ত হয়ে ধ্যান সাধনা, মোরাকাবা-মোশাহেদা, ইবাদত বন্দেগী, আধ্যাত্মিক চিন্তা, গবেষণা ইত্যাদির মধ্যে যারা মশগুল বা বিভোর বা ডুবে থাকেন, তারাই হচ্ছেন আল্লাহর ফকির। আল্লাহর এমনও অনেক পাগল আছেন, যারা জঙ্গলে নির্জ্ন স্থানে গাছের তলায় বসে আল্লাহর প্রতি আসক্ত হয়ে ধ্যান সাধনায় মগ্ন অবস্থায় দিনের পর দিন রাতের পর রাত অনেক লম্বা সময় অতিবাহিত করেন,তারাও আল্লাহর ফকির।
চলবে…
নিবেদক: সবুজ কাদেরী।
লেখার কাজে সহযোগী গ্রন্থ: “বায়াত ও পীর-মুরিদের বিধান”, শাহসূফি আ: মজিদ আল চিশতী নিজামী।