প্রজ্ঞা – শব্দের মানে কি?
প্রজ্ঞা শব্দের মানে: অন্তর্দৃষ্টির নির্ভুল বিচার-বিশ্লেষণের ভারসাম্য বলা হয় প্রজ্ঞা। জ্ঞানকে মন্থন করলে যে নির্যাস বের হয় তাই প্রজ্ঞা। প্রজ্ঞার অধিকারীকে প্রাজ্ঞ বলে অভিহিত করা হয়। যারা অতীন্দ্রিয়জ্ঞানের সত্তার অধিকারী তারাই হলেন প্রজ্ঞান। যারা তৃতীয় চক্ষু তথা ষষ্ঠইন্দ্রিয়ের তথা থাড আই এর অধীকারি তারাই অতীন্দ্রিয়বাদী।