হোমপেজ প্রয়োজনীয় শব্দার্থ শিক্ষা কাকে বলে বা সংজ্ঞা কি?

শিক্ষা কাকে বলে বা সংজ্ঞা কি?

162

শিক্ষা কাকে বলে বা সংজ্ঞা কি?

শিক্ষা কাকে বলে: যিনি স্বীয় আধারে সত্যকে সম্যকরূপে উদ্ভাসিত করতে পেরেছেন এবং অপরকে সেই সত্যের সহিত পরিচয় করিয়ে দিতে সক্ষম তিনিই শিক্ষিত। তিনি অচঞ্চল, ধীর স্থীর, সংযত, মননশীল, অন্তমুখী, নিরবপ্রকৃতির, আপন সিদ্ধান্তে অটল। একটি মানবসত্তা যে শুভগুণগুলো ধারণ করে তা কর্মে ও আচারণে প্রতিফলিত করে সেটাই শিক্ষা।