নাফসে মােৎমাইন্যা কি
প্রশান্ত নাফস বা খােদার উপর সন্তুষ্ট নাফসকে নাফসে মোৎমাইন্না বলা হয়। নাফসের এই স্তর পবিত্র এবং আম্মারার দুষ্ট স্বভাবমুক্ত। বেলায়েতের ছােগরা স্তরের ওলী-আল্লাহগণের নাফস মােৎমাইন্যা প্রাপ্ত নাফস। খােদাতায়ালা তাহাদের উপর সন্তুষ্ট; তাহারাও খােদার উপর সন্তুষ্ট।
গ্রন্থসূত্রঃ খোদাপ্রাপ্তি জ্ঞানের আলোকে শাহসূফী হযরত ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের পবিত্র নসিহত শরীফ, ২ম খন্ড, “আদাবুল মুরিদ”।