সত্য অর্থ কি?
সত্য অর্থ: সত্য- বাংলা শব্দ, এর সমার্থক শব্দ- যথার্থ, বাস্তব, প্রকৃত, নির্ভুল, আসল, সত্তা ইত্যাদি। কোনো কিছুর মৌলিক সত্তাই হল সত্য। ইহা বিশ্লেষণের অযোগ্য এবং স্বরূপে সিদ্ধ। সত্য সবসময় উলঙ্গ। সত্য আবরণ মুক্ত, সত্য স্বাধীন, সত্য নিরপেক্ষ।