তাওয়াজ্জুহ মানে কি?
“তাওয়াজ্জুহ” অর্থ আত্মিক শক্তি বা প্রভাব।
তাওয়াজ্জুহ চার প্রকার। যথাঃ (ক) তাওয়াজ্জুয়ে এনেকাছি, (খ) তাওয়াজ্জুয়ে এলকায়ী, (গ) তাওয়াজ্জুয়ে এছলাহী এবং (ঘ) তাওয়াজ্জুয়ে এত্তেহাদী। ওলী-আল্লাহগণকে আল্লাহপাক উল্লিখিত চার প্রকারের শক্তি দান করেন। চতুর্বিধ তাওয়াজ্জুয়ের মধ্যে তাওয়াজ্জুয়ে এত্তেহাদী সর্বাধিক কার্যকরী। ডিনামাইটের সাহায্যে যেমন পাহাড়-পর্বত ধ্বংস করা যায়, তেমনি ওলী-আল্লাহগণ তাহাদের দেলস্থিত তাওয়াজ্জুয়ে এত্তেহাদী নামক ডিনামাইটের সাহায্যে গােনাহগার মুরীদ সন্তানের দেলের গােনাহের পাহাড় ধ্বংস করেন; দেলে আল্লাহর জেকের জারী করাইয়া দেন।