পুলসিরাত মানে কি?
পুলসিরাত মানে: ধর্মপথই হল পুলসিরাত। ধর্মের পথ হিরের চেয়ে ধারালো, চুলের চেয়েও সূক্ষ্ম। সৎ পথে চলতে থাকো, তবেই এর বাস্তবতা উপলব্ধির করতে সক্ষম হবে তুমি। ধর্মের পথে পারি দিতে পারলে তুমি স্বর্গ লাভ করবে এবং পা পিছলে পরে গেলে নরকে গমন করে।