আয়াত শব্দের অর্থ কি?
আয়াত শব্দের অর্থ হলো পরিচয়, কোনো কিছুর স্বরূপ সম্পর্কে সম্যক অবগত হওয়া। আয়াত বা আয়াতুন শব্দের সমার্থক শব্দ নিদর্শন, চিহ্ন, শিক্ষা, দৃষ্টান্ত, নমুনা, আর্দশ, অলৌকিক বস্তু, মোজেজা, সাইন, মিরাকল, ভার্স একজাম্পল। অর্থাৎ; আল্লাহর জাত থেকে ছুটে চলা বৈচিত্র্যময় অদ্বিতীয় গুণাবলির প্রকাশকে বলা হয় আয়াত।
আয়াত কয় প্রকার ও কি কি?
আয়াত দুই প্রকার যথাঃ (১) মেজাজি আয়াত, (২) হাকিকি আয়াত।
আয়াতে মেজাজিঃ মেজাজি কোরানের সুরার প্রতিটি খন্ডাংশকে বলা হয় আয়াত।
আয়াতে হাকিকিঃ আল্লাহর অনন্ত বিশ্বপ্রকৃতির বিকাশ বিজ্ঞানের এক একটি অনন্য পরিচয়কে বলা হয় আয়াতে হাকিকি।
— আর এফ রাসেল আহমেদ