হোমপেজ প্রয়োজনীয় শব্দার্থ জ্ঞানের অর্থ কি

জ্ঞানের অর্থ কি

142

জ্ঞানের অর্থ কি

জ্ঞানের অর্থ: ইন্দ্রিয়ানুভূতির নির্ভুল ধারনাকে জ্ঞান বলা হয়। প্রকৃতির সাথে রয়েছে জ্ঞানের প্রত্যক্ষ সমপর্ক।পরোক্ষ সমপর্ক রয়েছে পুথির সাথে। সুতরাং যিনি স্বীয় প্রকৃতি বা বাস্তবতা সমপর্কে সম্যক অবগত এবং তদনুযায়ী স্বীয়কে সঞ্চালিত করেন তিনিই জ্ঞানী। আরো বলা যায় যে, যে বা যিনি প্রকৃতিকে (বাস্তব ঘটনাকে) মন্থন করে প্রজ্ঞার বিচ্ছুরণ ঘটায় অথবা প্রজ্ঞার পথে ধাবিত, সে বা তিনিই জ্ঞানী। মোদ্দাকথা যিনি সংযম ও পবিত্রতার সাথে স্বীয়কে নিয়ন্ত্রণ রাখতে পারেন তিনিই জ্ঞানী।