সাধনার স্তরগুলোর নাম কি

সাধনার স্তরগুলোর নাম কি?

সাধনার স্তরগুলোর নাম-

  1. ফানাফিশ শায়েখ।
  2. ফানাফির রাসূল।
  3. ফানা ফিল্লাহ্।
  4. বাকা বিল্লাহ্।

আর সনাতন শাস্ত্র মতে-

  1. স্থূল
  2. প্রাবর্ত
  3. সাধক
  4. সিদ্ধ (সিদ্ধি) বলা হয়ে থাকে।

ভজন আর সাধনার স্তরগত পার্থক্য:

সাধনার স্তর সাধারণত ৪টি। প্রথম স্তর পারি দিতে হয় ভজন দ্বারা, আর ২য় স্তরে ভজনের সাথে সাধন মিশ্রিত হয়। তৃতীয় স্তরে শুধুই সাধনা করতে হয় এবং চতুর্থ স্তরে সে পূর্ণতা লাভ করে।

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel