বোরাক কি?
বোরাক হল একটি পশু। যার আকৃতি সম্পর্কে পূর্বে বলা হয়েছে। যেহেতু মিরাজ আপন দেহের মাঝেই অনুষ্ঠিত হয়েছিল, সেহেতু বোরাক আপন দেহেই রয়েছে। আপনার দেহে একটা পশু আছে, সেই পশুই হলো বোরাক। আর সেই পশু আর কেউ নয়, সেই পশু হলো নফসে আম্মারা। এই নফসে আম্মারাকেই নিজের বশে এনে আধ্যাত্মিক উন্নতি সাধন করতে হয়। যখন এই নফস আম্মারা আপনার বশে চলে আসবে, তখন আপনি এই পশুর মাধ্যমেই চৌঠা আসমানে পৌঁছাতে পারবেন। অর্থাৎ তখন আপনার আত্মিক উন্নতির ধাম বেড়ে যাবে এবং আপনি নফসে মুৎমাইন্নার অধীনে কাজ করবেন।